ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

পরাজয় মেনে নিয়ে সংসদে যাচ্ছে নওয়াজের দল

পরাজয় মেনে নিয়ে সংসদে যাচ্ছে নওয়াজের দল

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) দলটি। ফলে পার্লামেন্টে প্রধান বিরোধী দল হিসেবে দাহিসে দায়িত্ব পালন করবে নওয়াজের মুসলিম লীগ।

শুক্রবার ইমরান খানকে পাকিস্তানের আগামী প্রধানমন্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছেন পিএমএল-এন’র নেতারা।

এদিকে জোট সরকার গঠনে এখন শরিক দল খুঁজতে শুরু করেছে ইমরানের দল পিটিআই। কেননা একক সরকার গড়ার মত আসন পায়নি দলটি। পাকিস্তান সংবিধানের শর্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে তাদের মোট ১৩৭টি আসন পেতে হত।

নির্বাচন কমিশনের ঘোষিত প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, ইমরানের দল পেয়েছে ১১৪টি আসন। ৬৩ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএমএল-এন। নির্বাচনে মাত্র ৪৩ আসন নিয়ে তৃতীয় হয়েছে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। এছাড়া ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছিল পিপিপি) ও আরো কয়েকটি দল। নির্বাচনে ইমরান খানের দলকে জয়ী করেতে সেনাবাহিনী প্রভাব খাটিয়েছে বলেও তারা অভিযোগ তুলেছিল।

তবে তাদের এসব অভিযোগ জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইমরান খান। তিনি গত বৃহস্পতিবার (২৬ জুলাই) দেওয়া ভাষণে নিজ দলের জয় দাবি করেন। পাশাপাশি বিরোধীদের কারচুপির অভিযোগ তদন্তেরও প্রস্তাব দিয়েছিলেন তিনি।

নওয়জের দল ভোট বর্জন করতে পারে ওইদিন এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু শুক্রবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রধান বিরোধীদল হিসাবে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার ঘোষণা দিয়েছে পিএমএল-এন।

সূত্র: ডন

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত