ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ঘূর্ণিঝড় মাংখুটের আঘাতে চীনে নিহত ২

ঘূর্ণিঝড় মাংখুটের আঘাতে চীনে নিহত ২

শক্তিশালী ঘূর্ণিঝড় মাংখুটের আঘাতে রোববার চীনের গুয়াংডংয়ে নিহত হয়েছে কমপক্ষে দুইজন। এর আগে এই ঝড়ে ফিলিপাইনে প্রাণ হারিয়েছিল ৪৯ জন।

গুয়াংডংয়ে আঘান হানার পর চীনের গুয়াইঝং, চংকিং ও ইউনান প্রদেশের দিকে যাত্রা শুরু করেছে ঘূর্ণিঝড় মাংখুট।

এর আগে রোববার বিকালের পর ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে চীনের জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে আঘাত হানে ঘূর্ণিঝড়। এটি আঘাত হানার আগেই সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। গুয়াংডং ও হাইনান প্রদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছিল আড়াই লাখের বেশি মানুষকে।

ঝড়ে গুয়াংডংয়ে কমপক্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যাহত হয়েছে ওই এলাকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। বাতিল করা হয়েছে বেশ কিছু নির্ধারিত ফ্লাইট। ফলে অটকা পড়েছে বহু যাত্রী। ঘূর্ণিঝড়ের প্রভাবে চীনের বেশ কিছু এলাকায় বন্যা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় মাংখুটের আঘাত হেনেছে চীনের প্রতিবেশী শহর হংকংয়েও। এখানে বেশ কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা। সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত