ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আহবাজে হামলার দায় আঞ্চলিক শত্রুদের: ইরান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৭  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১০

হামলার দায় আঞ্চলিক শত্রুদের: ইরান

ইরানের আহবাজে সামরিক কুচকাওয়াজে হামলায় মার্কিন মদদপুষ্ট ‘আঞ্চলিক শত্রুদের’ দায়ী করেছেন দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা। ওই হামলায় এক শিশুসহ অন্তত ২৫ জন নিহত হন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির দাবি, ‘যুক্তরাষ্ট্রের পুতুলরা’ ইরানের অভ্যন্তরে ‘অনিরাপদ পরিস্থিতির’ সৃষ্টি করতে চাইছে।

শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে বিপ্লবী বাহিনীর সেনাদের এক কুচকাওয়াজে হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনার পরপরই ইরানের সরকার বিরোধী আহভাজ ন্যাশনাল রেসিস্টেন্স এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট উভয়েই এই হামলার দায় স্বীকার করেছে।

তবে তাদের কেউই নিজেদের দাবির পক্ষে জোরালো প্রমাণ দেখাতে পারেনি।

এই ঘটনায় ‘বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের’ দায়ী করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, ‘আঞ্চলিক সন্ত্রাসের মদদদাতা এবং তাদের মার্কিন প্রভুরা এই ঘটনায় জড়িত।’

উল্লেখ্য, সাম্প্রতিককালে ইরানের শত্রু চিহ্নিত রাষ্ট্রগুলোকে সহায়তার অভিযোগে ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউরোপে সন্ত্রাসী হামলা না চালানো পর্যন্ত ইইউ ওই গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিতে নারাজ।’

তবে ‘আঞ্চলিক শত্রুদের’ দায়ী করলেও নির্দিষ্ট করে কোনো দেশ বা সংগঠনের নাম উল্লেখ করেনি ইরানের কর্তৃপক্ষ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত