ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিক খাশোগি নিখোঁজ

সৌদি কনস্যুলেটে তুর্কি পুলিশের তল্লাশি

সৌদি কনস্যুলেটে তুর্কি পুলিশের তল্লাশি

প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় সোমবার রাতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তুর্কি পুলিশের একটি দল। স্থানীয় এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

গত ২ অক্টোবর বিয়ে সংক্রান্ত কাগজপত্র আনতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ওই সাংবাদিক। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সৌদি আরবকে দায়ী করেছে তুর্কি কর্তৃপক্ষ। তাদের ধারণা, খাশোগিকে ওই কনস্যুলেটের ভিতরেই হত্যা করা হয়েছে। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে সৌদি সরকার।

খাশোগি নিখোঁজের ঘটনায় তদন্তকারী তুর্কি পুলিশের একটি দল সোমবার গভীর রাতে কনস্যুলেটের অভ্যন্তরে তল্লাশি চালায়। তল্লাশি শেষে তারা ফিরে এসেছে বলেও জানিয়েছে রয়টার্স

তারা সেখানে কোনো ক্লু খুঁজে পেয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, খাশোগির গুমের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া পড়েছে। ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স সৌদি সরকারের প্রতি বিশ্বাসযোগ্য তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত