ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কীভাবে অফিস ডেস্ক রাখবেন সুশৃঙ্খল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৬:২৫

কীভাবে অফিস ডেস্ক রাখবেন সুশৃঙ্খল

অফিসে দিনের শুরুটা যদি হয় একটি পরিস্কার, সুশৃঙ্খল ডেস্কে বসে তবে ভাল মনে দিনটা শেষও করতে পারবেন। আর কাজের ক্লান্তি অনেকটাই দূর হবে। অফিস ডেস্ক সুন্দর করে গোছানো থাকলে কাজের মানও ভাল থাকে।

অফিসে বিভিন্ন ধরনের তার তো থাকবেই। তবে এগুলো যতটা কম দৃষ্টিসীমানায় রাখা যায় তত ভাল।

মোবাইল চার্জার ও হেডফোন ব্যবহারের পর গুছিয়ে ক্যাবিনেট বা ড্রয়ারে রেখে দিন।

অন্যান্য তারের জন্যে আলাদা চেম্বার বা ক্যাবিনেটের ভেতরে রাখার ব্যবস্থা করুন।

তার গুলো আলাদা ভাবে পেঁচিয়ে তা রাবার ব্যান্ড দিয়েও বেঁধে রাখতে পারেন।

প্রতিটা জিনিস বিশেষ করে ফাইল আলাদা ভাবে ভাগ করে নিন। ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট স্থানে রাখুন।

অফিস ডেস্ক সাজানোর ফাইল-ফোল্ডারে নিজে কিছু সৃজনশীল ডিজাইন করতে পারেন।

অফিস ডেস্কে একটা ছোট ইনডোর প্ল্যান্ট রাখলে সুন্দর লাগবে। ডেস্ক এর কাছে অবশ্যই ময়লা ফেলার ঝুড়ি রাখবেন।

ডেস্কে সব ধরনের খাবার নিয়ে আসা থেকে বিরত থাকাই ভাল। এতে ডেস্কে পানি, খালি কফির মগ বা খাবারের গুড়ো পড়ে থাকে।

প্রতিদিন অফিস থেকে যাওয়ার আগে ডেস্ক পরিষ্কার করে যান। এই কাজটাকে আপনার প্রতিদিনের অভ্যাসে পরিনত করতে হবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত