ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

টাইমস্কেলসহ সরকারি চাকরিজীবীদের ৮ দাবি

টাইমস্কেলসহ সরকারি চাকরিজীবীদের ৮ দাবি

বেতন বৈষম্য, টাইমস্কেলসহ ৮ দাবিতে আগামী ফেব্রুয়ারির ৭ তারিখে মানববন্ধনের ডাক দিয়েছে ‘১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম’।

ফোরামটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ-এর সদস্য খান আতাউর রহমানের নামসহ ফেসবুকে একটি মন্তব্য ভাইরাল হয়েছে। সেখানে যুক্ত হয়েছে দাবি সংবলিত একটি ছবিও। লেখা রয়েছে,

আরো পড়ুন: মামলার ফাঁদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ!

‘চরম বৈষম্য রয়েছে। ১ম গ্রেডে ৭৮,০০০ টাকা কিন্তু ২০ তম গ্রেডে ৮,২৫০ টাকা। আবার ১ম গ্রেডের উপরে আরো দুটি গ্রেড রয়েছে। গ্রেড ১- ১০ নং এর মোট পার্থক্য- ৬৫,৫০০ টাকা অপরদিকে গ্রেড ১১-২০ নং এর পার্থক্য মাত্র- ৪,২৫০ টাকা, বৈষম্য ৬৫,৫০০-৪,২৫০= ৬১,২৫০ টাকা। বর্তমান বাজারে নিম্নপদস্থ কর্মচারীগন খুবই মানবেতর জীবনযাপন করছে, ০৬ (ছয়) সদস্যের পরিবার কিভাবে ৮,২৫০ টাকায় চলতে পারে? অথচ সকলেই একই বাজারে একই দামে সকল পণ্য ক্রয় করেন। বেতন বৈষম্য নিরসন না করে, সকলের বেতন বৃদ্ধি হলে বাজারের অবস্থা আরও খারাপ হবে এবং বেতন বৈষম্য আরও বাড়বে। চাকরি জীবনে সকলেরই আশা পদোন্নতির। অথচ চাকরি জীবনে ০২টি পদোন্নতি না পেলে একই পদে চাকরী করতে করতে বিষণ্ণতায় ভূগতেছে ১১-২০ গ্রেডের কর্মচারীগন, তাই সরকারের প্রতিশ্রুতির সকল পদের পদোন্নতি ব্যবস্থা করতে হবে।

আরো পড়ুন: ১১-২০ গ্রেডের পদোন্নতি চান সরকারি চাকরিজীবীরা

এছাড়াও টাইমস্কেল-সিলেকশন গ্রেড, ১০০% পেনশনসহ ন্যায্য আট দফা দাবীতে গত ০৬/০৯/১৯ইং জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন সম্পন্ন হয়েছে, গত ৩০/০৯/১৯ইং ৬৪ জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সফলভাবে দেওয়া হয়েছে। এছাড়া গত ১৬/১০/১৯ইং বেতন বৈষম্য নিরসন মন্ত্রীসভা কমিটির সকল সদস্যকে সচিবালয়ে গিয়ে স্মারকলিপির কপি দেওয়া হয়েছে কিন্তু কোন প্রতিক্রিয়া নেই। উল্টো মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, আর বেতন বৃদ্ধি নয়। অথচ নিম্নপদস্থ কর্মচারীগন বেতন বৃদ্ধি চায়নি, শুধু সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের বিশাল পার্থক্য হ্রাস করে বেতন বৈষম্য নিরসন চাইছে। তাই আগামী ০৭/০২/১৯ইং জাতীয় প্রেসক্লাবের সামনে আট দফা দাবীতে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হবে। আট দফা ন্যায্য দাবী আদায়ে সমাজের বিবেকবান সকল মানুষের সহযোগিতা কাম্য।’

আরো পড়ুন: শিক্ষক নিয়োগে বড় সুখবর পেলো ৩৫ চাই প্রার্থীরা!

-খান আতাউর রহমান,

সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,

১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত