ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১২:১৫  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০২০, ১২:১৯

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতনভাতার দাবিতে ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে বিক্ষোভ করছেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের ৩ মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি।

এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক ২জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত