ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

দুদকের মামলায় পৌর মেয়রসহ ৫ জন কারাগারে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ০৬:১৩

দুদকের মামলায় পৌর মেয়রসহ ৫ জন কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বগুড়ার গাবতলী পৌরসভার মেয়রসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তাদের জামিন না মঞ্জুর করে সোমবার এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, পৌরসভার সচিব শাহীন মাহমুদ, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মজিদ এবং সাবেক কাউন্সিলর শামছুল আলম।

জানা গেছে, ২০১৫ সালে বগুড়ার গাবতলী পৌরসভার ড্রেন উন্নয়ন কাজের জন্য ৮২ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়। পৌরসভার মেয়রসহ অন্যরা পরস্পর যোগসাজসে জালিয়াতির আশ্রয় নিয়ে সব টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৭ সালে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার অভিযুক্তদের মধ্যে মেয়রসহ ৬ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে সাবেক নারী সাবেক সংরক্ষিত কাউন্সিলর আফরোজা বেগমের জামিন মঞ্জুর করা হয় এবং মেয়রসহ অপর ৫ জনকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত