ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দোহারে পিঠা পুলির উৎসব

  দোহার নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৫০

দোহারে  পিঠা পুলির উৎসব

লোক ইতিহাস, বাঙালির ঐতিহ্যে এবং সংস্কৃতির অংশ হিসেবে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। সেই সূত্র ধরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় বুধবার সকালে তানশীরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করা হয় পিঠা পুলির উৎসব।

এসময় আয়োজক কমিটির সদস্যরা জানায়, মুখরোচক খাবার হিসেবে পিঠার স্বাদ গ্রহণ ও নতুন প্রজন্মের কাছে পিঠা পুলিকে তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ পিঠা পুলি, যা যুগ যুগ ধরে চলে আসছে এই দেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল্লাহ আজাদ প্রমূখ। এসময় ১২ টি স্টলে হরেক রকমের পিটা পুলি ঘুরে দেখেন আমন্ত্রীত মেহমান ও স্থানীয় জনসাধারণ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত