ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চীন থেকে হিলি হয়ে দেশে ফিরলেন আরও এক ছাত্র

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৪

চীন থেকে হিলি হয়ে দেশে ফিরলেন আরও এক ছাত্র

চীনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্র হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। গত শুক্রবার বিকেলে ওই ছাত্র চীন থেকে ভারত হয়ে হিলি ইমিগ্রেশন হয়ে দেশে আসেন।

দেশে ফেরত আসা ছাত্র আবু রায়হান দিনাজপুরের বিরামপুর উপজেলার থানা পাড়ার গোলাম মোস্তফার ছেলে। সে চীনের চেঙ্গগঞ্জ জেলার ইউনান নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুজ্জামান জানান, চীনে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় নিজেকে নিরাপদে রাখতে চীন থেকে সে প্রথমে ভারতে আসেন। তারপর এই ইমিগ্রেশন ব্যবহার করে সে দেশে প্রবেশ করেছে।

উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাঈদ জানান, হিলি চেকপোস্ট দিয়ে সে দেশে প্রবেশ করলে আমরা ওই ছাত্রকে তাৎক্ষণিক দায়িত্বরত থার্মোমিটার দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তার শরীরে কোনোরকম কিছু পাওয়া যায়নি। তিনি সুস্থ্য আছেন। তারপরেও তাকে তার বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত