ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খানের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রামগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প চলমান রয়েছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯  
আপডেট :
 ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০

রামগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প চলমান রয়েছে

সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প চলমান রয়েছে।

রোববার টেবিলে উত্থাপিত সরকার দলীয় সদস্য আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাতীয় সংসদে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী ‌‌ভ্রাম্যমাণ লাইব্রেরি’ শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় এ ভ্রাম্যমাণ লাইব্রেরির কাজ চলছে। এই প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে উপজেলার তিনটি স্থানে প্রতি সোমবার স্থানীয় পাঠকদেরকে গ্রন্থাগার/পাঠসেবা প্রদান করা হচ্ছে।

ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত