প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫
দিনাজপুরে দুই মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
|আরো খবর
শনিবার বিকাল ৩টার দিকে ডিবি’র ওসি এটিএম গোলাম রসুল দুই মাদক ব্যবসায়ীকে আটকের সংবাদ নিশ্চিত করেন।
আটক মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন (২৮) দিনাজপুর সদরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার আব্দুস সাত্তারের ছেলে, অলিউল ইসলাম (৩৮) কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সংকরপুর গ্রামের বুলু মিয়ার ছেলে।
ওসি গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। অপরদিকে দনিাজপুর কাহারোল ডাবোর ইউনিয়নের একটি ব্রিজ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ অলিউল ইসলামকে আটক করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে