ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে

লেবুর বাজারে করোনার প্রভাব, প্রতি জোড়া ১০০ টাকা

  রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৭:৪১

লেবুর বাজারে করোনার প্রভাব, প্রতি জোড়া ১০০ টাকা

লক্ষ্মীপুরের রায়পুরে লেবুর রসে করোনাভাইরাসের সংক্রামণ থেকে রক্ষা পাওয়া যায় এমনটা মনে করে অনেকেই কিনছে বাতাবি লেবু। তবে টকের বদলে এখন ঝালে পরিনতি হয়েছে লেবু।

প্রতি ১ জোড়া লেবু ১০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে । করোনাভাইরাস প্রতিরোধে ভিটামিন সি যুক্ত খাবারের পরামর্শকে পুজিঁ করে বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম।

উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বড় লেবু জোড়া বিক্রি হচ্ছে ১’শ টাকায় আর ছোট ও মাঝারি ধরনের লেবু বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকায়।

ক্রেতারা জানান, যে লেবু হালি ২০ টাকায় পাওয়া যেত সে লেবু এখন জোড়া ১’শ থেকে ৮০ টাকায় কিনতে হচ্ছে। যে লেবু এক সময় বিক্রেতারা বিক্রি করতে না পেরে রাস্তা ঘাটে ফেলে দিতো সেই লেবু আজ চাহিদার কারণে চড়া মূল্যে কিনে নিতে হচ্ছে।

এদিকে বিক্রেতাদের ভাষ্য, সরবরাহ কম থাকায় লেবু কম পাওয়া যাচ্ছে তাই বেশি দামে কিনতে হচ্ছে এবং পরিবহন না চলাচলের কারণে ঠিকমত পাওয়া যাচ্ছেনা, আমাদের কিনা বেশি তাই বেশি দামে ও বিক্রি করতে হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত