ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে ঘরে থাকা পরিবারে ভালোবাসার উপহার

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২০, ১৫:০৫

রামগঞ্জে ঘরে থাকা পরিবারে ভালোবাসার উপহার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে করোনাভাইরাসের কারণে ঘরে বসে থাকা পরিবারগুলোর মাঝে ‘ভালোবাসার উপহার’ নামে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে ঢাকাস্থ মের্সাস মোস্তফা এন্ড কোঃ নামের ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

সোম ও মঙ্গলবার দিন-রাত উপজেলার শেখপুর, উত্তর চন্ডিপুর, দক্ষিন চন্ডিপুর, বিঞ্চভল্লবপুর, শৈলখালী, বদরপুর, শ্যামপুর, শৌশালিয়া, জয়দেবপুর ও পৌর রতনপুর গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সিএনজি এবং মোটরসাইকেল যোগে ডাল, ডাল, আলু, পেয়াজ, তৈল সহ খাদ্যসামগ্রীর প্যাকেট নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের ঘরে পৌছে দেয়। খাদ্য সামগ্রী বিতরণ কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেন সাংবাদিক আবু তাহের ও বেলায়েত হোসেন বাচ্চু।

ভালোবাসার উপর নামে প্যাকেটে খাদ্য সামগ্রী অত্যান্ত গোপনীয়তার সঙ্গে পৌছে দেওয়ায় সর্ম্পকে মের্সাস মোস্তফা এন্ড কোঃ লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সোহান বলেন, রামগঞ্জ উপজেলায় লকডাউনে থাকায় নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের জন্য আমার খুদ্র প্রয়াস মাত্র। নিজো উদ্যোগ ও মানবিক বিবেচনা খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর পাশে থাকবো বলেও জানান তিনি।

তিনি বলেন, বৈশাখী মেলাতে যারা প্রচুর টাকা ব্যয় করতো, তাদের উচিৎ হবে খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাড়াঁনো।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত