ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ত্রাণ বিতরণে অনিয়ম, চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিস্কার

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২০, ০৯:০৪  
আপডেট :
 ১০ মে ২০২০, ০৯:০৮

ত্রাণ বিতরণে অনিয়ম, চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিস্কার

সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে মামলা হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলেছ মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক ১১নং ব্রহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ আদিল জজ মিয়ার যৌথ স্বাক্ষরে তাকে বহিস্কার করা হয়।

মুখলেছ মিয়া হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন।

আব্দুর রশিদ তালুকদার ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক অবক্ষয়, ত্রাণ বিতরণে প্রাথমিকভাবে অনিয়ম প্রমাণিত ও মামলা হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের করা হয়েছে।

প্রসঙ্গত- শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকারি ত্রাণের চাল ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ এনে শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৭শ’ কেজি চাল জব্দ করে। এছাড়া ৩০০ কেজি চালের কোন হদিস পাওয়া যায়নি।

চেয়ারম্যান মুখলিছ মিয়া গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেলেও তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত