ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঝালকাঠিতে ১১০০ পরিবারকে আশার খাদ্য সহায়তা

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২০, ১৫:৫৪  
আপডেট :
 ১১ মে ২০২০, ১৫:৫৯

ঝালকাঠিতে ১১০০ পরিবারকে আশার খাদ্য সহায়তা

ঝালকাঠি জেলায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের ১১০০ পরিবারের জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে ১৭.৬ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদানকরেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

সোমবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে এসব খাদ্য সহায়তা তুলে দেন আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ওলিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার মো. মাঈনুল হাসান ও শাখা ম্যানেজার মো. জসিম উদ্দিন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন, এক লিটার তেল।

আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ওলিয়ার রহমান জানান, সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ দেড় লাখ পরিবারকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দিচ্ছে আশা। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের ১১০০ পরিবারের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত