ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনায় পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ১৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৩:০২  
আপডেট :
 ২৪ মে ২০২০, ১৩:৫৩

করোনায় পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ১৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহমেদ। রোববার (২৪ মে) সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।

আরও পড়ুন: করোনায় পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ১২

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) সোহেল রানা। এতে করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হলেন পুলিশের ১৩ তম সদস্য।

সিপিএইচ সূত্রে জানা গেছে, গত ২ মে করোনা পরীক্ষা করান পরিদর্শক রাজু আহম্মেদ। ৩ মে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে ৪ মে তিনি সিপিএইচ-এ ভর্তি হন। সিপিএইচ’র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পুলিশের এসআই মোশাররফ হোসেনের। শুক্রবার রাতে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স বা আরআরএফে (এসআই-সশস্ত্র) কর্মরত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত