ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

১০ মিনিটের আগুনে ৫ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২০, ০৮:১৮  
আপডেট :
 ২৮ মে ২০২০, ০৯:১৫

১০ মিনিটের আগুনে ৫ জনের মৃত্যু

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন।

নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)।

ফায়ার সার্ভিসের ভাষ্য মতে, মাত্র ১০ মিনিট ছিল আগুনের স্থায়ীত্বকাল। তবে ১০ মিনিটের এই সর্বনাশা আগুনেই প্রাণ গেছে ৫ জনের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে মূল ভবনে আগুন লাগেনি। ফলে হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত রয়েছেন। মূলত জরুরি বিভাগের পাশে করোনা রোগীদের চিকিৎসায় স্থাপিত আইসোলেশন সেন্টারে আগুন লাগে।

আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের ৩ জন করোনারোগী

ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, মূল ভবনের বাইরে আলাদা জরুরি বিভাগে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তাদের ৩টি ইউনিট হাসপাতালে যায়। ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত