ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২০, ১৫:০৯

রাজবাড়ীতে রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত
প্রতীকী ছবি

রাজবাড়ীতে নতুন করে ২৪ ঘণ্টায় ১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৩ জনে। তাদের মধ্যে সদর উপজেলার ৫৭ জন, কালুখালীর ১৮ জন, বালিয়াকান্দিও ১০ জন পাংশার ১১ জন এবং গোয়ালন্দের ৪ জন।

গত ১৭, ১৮, ১৯ ও ২০ জুন তারিখে ৪০৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১০০ জনের করোনা পজেটিভ আসে।

হাসপাতাল কতৃপক্ষ বলছেন, রাজবাড়ীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো ঢাকা থেকে নমুনার ফলাফল দেরিতে আসা। এছাড়া যারা নমুনা দিচ্ছেন তারা অসেচতনভাবে যেখানে সেখানে যত্রতত্র বাজারে, রাস্তা ঘাটে ঘুরে বেড়ানোর কারনে একে অন্যের দ্বারা করোনা সংক্রমিত হচ্ছে। যে কারণেই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

এ থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পেতে হলে অবশ্যই যারা নমুনা দিচ্ছেন ফলাফল না আসা পর্যন্ত ততদিন নিজেকে হোম আইসোলেট করে রাখতে হবে। যেখানে সেখানে ঘুরে বেড়ানো যাবে না। এর ব্যতিক্রম হলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে জানান কতৃপক্ষ।

রাজবাড়ীতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৩ জন। আর ভালো হয়ে বাড়ি ফিরেছে ৫৯ জন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত