ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৫:২৭  
আপডেট :
 ০৫ জুলাই ২০২০, ১৫:৩১

গোপালগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯৯ জনে।

আজ রবিবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মুকসুদুপুর উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫৮৯ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। এদিকে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১২ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৫৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জেলায় করোনা আক্রান্ত ৭৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ২২৬ জন, মুকসুদপুর উপজেলায় ১৭৯ জন, কাশিয়ানী উপজেলায় ১৫১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১২২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জন রয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্সসহ ৬৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত