ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দৌলতপুরে সালিশি বৈঠকে মারধরে বৃদ্ধের মৃত্যু

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ২৩:৪৫

দৌলতপুরে সালিশি বৈঠকে মারধরে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশের মধ্যে প্রতিপক্ষের মারধরে সরো মালি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সরো মালি দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া এলাকার মৃত হিরু মালির ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে ৬-৭ বছরের ছোট বাচ্চাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। পরে সেটা বড়দের জানালে তারা স্থানীয় মন্ডল ও মাতুব্বদের নিয়ে সালিশ বৈঠক করে। পরের দিন বুধবার সন্ধ্যায় সালিশ বৈঠক চলাকালীন দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এসময় স্থানীয় প্রতিপক্ষ হামিদসহ বেশ কয়েকজন সরো মালি কে মারধর করে গুরুতর আহত করে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত