ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জয়পুরহাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ০৫:১৭  
আপডেট :
 ২৪ জুলাই ২০২০, ০৫:২০

জয়পুরহাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

জয়পুরহাটের আক্কেলপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষে আক্কেলপুর উপজেলার তিলকপুর হাট ও বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা।

আক্কেলপুর উপজেলা মৎস্য অফিসার মহিদুল ইসলাম জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুয়ায়ী মনোফিলামেন্ট কারেন্ট জাল তৈরী, উৎপাদন, বিপনন, ব্যবহার ও সংরক্ষণ করা দন্ডনীয় অপরাধ। এই জালের ব্যবহারে প্রাকৃতিক জলাশয়ের পোনা ও রেণু মাছ ধ্বংস হয়। মৎস্য সম্পদ সুরক্ষায় এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত