ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

পদ্মার পানি বিপদ সীমার ১০৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ১২:৩২

পদ্মার পানি বিপদ সীমার উপরে

গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১২ সে. মি. পানি কমেছে। বুধবার পদ্মার পানি বিপদ সিমার ১১৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার ১২ সে. মি. কমে বিপদ সীমার ১০৩ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ৯.৬৮ পয়েন্ট অর্থাৎ বিপদ সিমার ১০৩ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ীতে পদ্মার পানি কমলেও নিম্নাঞ্চলে বসবারত মানুষের দুর্ভোগের মাত্রা কমেনি একটুও। ঘরে থাকতে না পেরে বেড়ি বাঁধে কোন রকমে রাত দিন পার করছেন বানভাসি এসব মানুষ গুলো। বিগত বন্যার বছর গুলোতে বন্যার পানি এত দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়নি। এতটা ভোগান্তির মধ্যে পরেনি বানভাসি দুর্গত পদ্মা পারের নিম্নাঞ্চলের মানুষগুলো। বিগত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে বসবাস করছেন বন্যা দুর্গত মানুষেরা। সারা বছর ঘরে যে খাবার থাকত কৃষকদের তা এখন বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে।

দুই দফায় বন্যার পানিতে বানভাসিদের নানা ধরনের সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে। বাড়ি ঘর, ফসলী জমি সবই এখন বন্যার পানিতে প্লাবিত। ঘরে নেই খাবার। সেই সাথে গবাদি পশুর খাবার না থাকায় তারা আরো বেশি সমস্যায় পরেছেন। ফসলী জমির ধান,পাট ও বিভিন্ন ধরনের সবজি বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে অনেক আগেই। বিশুদ্ধ পানির সংকট,বিষধর সাপের ভয়, শিশু বাচ্চাদের লালন পালন এখন হুমকির মধ্যে পরেছে। ফসলী জমি তলিয়ে যাওয়ায় কৃষকেরা চরম লোকসানে পরেছেন সেই সাথে গবাদি পশুর কাচা ঘাস ও খর পানিতে নষ্ট হওয়ায় দেখা দিয়েছে খাদ্যের অভাব। নিম্নাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ এখন বন্যার পানির সাথে দুর্বিসহ যন্ত্রনার মধ্যে বসবাস করছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত