ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মাশরাফির নড়াইলের বাড়ি লকডাউন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৩:৩৫  
আপডেট :
 ০৮ আগস্ট ২০২০, ১৩:৪৬

মাশরাফির নড়াইলের বাড়ি লকডাউন

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার মা-বাবা, মামি এবং ছোট ভাইয়ের স্ত্রী।

নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, এমপি মহোদয়ের বাবা গোলাম মর্তুজা, মা হামিদা মর্তুজা ও তার মামী এবং ছোট ভাইয়ের স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয় ৭ আগস্ট। পরদিন অর্থাৎ ৮ আগস্ট এই ৪ জনের রিপোর্টই পজিটিভ এসেছে। যেহেতু তারা সবাই নড়াইলে মাশরাফির বাসায় আছেন। তাই বাড়তি সতর্কতা হিসেবে মহিষখোলার সেই বাসাটি লকডাউন করেছি।

‘তারা সবাই করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে তেমন কোনো সমস্যা নেই। সবাই বেশ সুস্থই আছেন। হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এখন নিয়ম মাফিক চিকিৎসা চলছে তাদের। আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি।’

এর আগে ঢাকার মিরপুরের বাসায় মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাসায় চিকিৎসা নিয়ে তারা দুজনেই পরে নেগেটিভ হন। পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। মিরপুরে মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনা পজিটিভ হয়েছিলেন। তিনিও বাসায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত