ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘সংবিধান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদন দেয় না’

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৫:৩০

‘সংবিধান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদন দেয় না’

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশিদ বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আল কোরআন ও বাংলাদেশের সংবিধান অনুমোদন দেয় না। মেজর সিনহা রাশেদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আজকে সারাদেশের বিবেককে নাড়া দিয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপি’র আয়োজনে আদালত চত্বরের সামেন এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, ডিজিটাল এ্যাক্টের মধ্যদিয়ে সাংবাদিকদের মৌলিক অধিকারকে দমন করার জন্য সাংবাদিকদের ওপর নিপীড়ন-জুলুম-নির্যাতন করা হচ্ছে। সারাদেশের সকল পেশাজীবী মানুষ এই ‘ডিজিটাল এ্যাক্ট’ আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার নিজেদের সুরক্ষার জন্য এই আইনটি প্রনয়ণ করেছে। শুধু সাংবাদিকই নয় বিভিন্ন পেশাজীবীদের ওপরও এই আইন খড়গ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মেজর সিনহা রাশেদের অকালমুত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আগামীতে যেন দেশে আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। অপরাধ যত বড়ই হোক অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপি ও পৌর বিএনপি’র নেতৃবন্দ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত