ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭  
আপডেট :
 ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০

ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে তাকে সড়কপথে অ্যাম্বুলেন্সে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়।

এর আগে শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওয়াহিদাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়া ইউএনও ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে রংপুর থেকে ঢাকায় আনা হয়। জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার। বর্তমানে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

আরো পড়ুন

ডান হাত নড়াচড়া করছেন ইউএনও ওয়াহিদা

অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা খানম

ইউএনও ওয়াহিদা কি ত্রিমুখী আক্রোশের শিকার?​

ইউএনও’র ওপর হামলার নেতৃত্বে বাসার মালি​

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত