ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৭

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি

সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করার পরই রেল যোগাযোগ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া তেল আনলোডকারী খালি একটি বগি লাইনচ্যুত হয়। ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। খালি থাকায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান জানান, মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ও প্রকৌশলীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করেন। ওয়াগনে তেল না থাকায় দ্রুতই সেটি উদ্ধার করে রেললাইন চালু করা গেছে। দুপুর পৌনে ১২টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত