ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৭

রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর

রাঙামাটিতে ২৬ সেপ্টেম্বর থেকে জুন ৬-১১ মাস এবং ১২- ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত।

এ সময়ে প্রতিবারের ন্যায় স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবাকেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

রোববার বিকালে জেলা সিভিল সার্জন অফিসে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন বিপাশ খীসা, মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল, রাঙামাটি রিপোর্টাস ইফনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক মাহবুব রহমান।

সিভিল সার্জন জানান, রাঙামাটির সাজেক, ঠেগা, দুমদুম্যা, বগাখালির মত দুর্গম এলাকাগুলোতে যথাসময়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পৌঁছানো হবে। সেখানে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন। এ সময়ে সকল অবিভাবকদের তাদের শিশুদের টিকা কেন্দ্রে এসে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রাঙামাটি জেলার ১০টি উপজেলার ১ হাজার ৩১৫টি কেন্দ্রে মোট ৭২ হজার ৬৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনের শুরুর দিন কোন শিশু বাদ পড়লে পরবর্তী দুই সপ্তাহে কর্ম দিবসের দিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে। হাসপাতালসহ নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাপসুল সংরক্ষিত থাকবে।

বাংকাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত