ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পর্চা জালিয়াতি: দালালকে ৫০ হাজার টাকা জরিমানা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

পর্চা জালিয়াতি: দালালকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে জমির খতিয়ানের সার্টিফাইড অনুলিপি (পর্চা) জালিয়াতির মাধ্যমে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টাকালে বার্নার্ড রোজারিও (৬৫) নামে এক দালালকে আটক করা হয়েছে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।

বৃহস্পতিবার ভূমি অফিসে মিসকেস শুনানিকালে তাকে আটক করে এ দণ্ডাদেশ দেয়া হয়। দালাল বার্নার্ড রোজারিও তুমুলিয়া ইউনিয়নের প্রিপ্রাশৈর গ্রামের মৃত এডমিন রোজারিও'র ছেলে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট শাহিনা আক্তার বলেন, মিসকেস শুনানির সময় বার্নার্ড রোজারিও জমির আরএস খতিয়ানের একটি সার্টিফাইড অনুলিপি'র (পর্চা) জাল কপি দাখিল করেন। ওই পর্চার সঙ্গে ভূমি অফিসে সংরক্ষিত জমির রেকর্ডের মিল না থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি ওই পর্চাটি নিজে জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন বলে স্বীকার করেন।

তিনি আরো বলেন, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের চেষ্টার দায়ে 'দণ্ডবিধি ১৮৬০ সালের ৪০৩ ধারা' অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে কখনো আর কোন অপরাধে জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে সে ছাড়া পায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত