ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত নবজাতক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২০, ১৪:৩৭  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২০, ১৮:১৮

দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত নবজাতক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন নবজাতক মৃত। পরে তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলে সেখানে নড়েচড়ে ওঠে নবজাতক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের গৃহবধূ শাহিনুরকে তার স্বামী ইয়াসিন মোল্লা গত তিনদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাহিনুর শুক্রবার ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন।

ইয়াসিন মোল্লা বলেন, ‘ঢামেক হাসপাতালে সন্তান জন্মের পরপরই সেখানের লোকজন হ্যান্ডগ্লাভস রাখার একটি খালি বড় প্যাকেটে ভরে নবজাতককে মৃত বলে আমাকে দেন। সেই প্যাকেটটি নিয়েই আমি কবরস্থানে গিয়েছিলাম। সেখানে নড়ে ওঠে আমার নবজাতক সন্তান। পরে সেখান থেকে আমার নবজাতক সন্তানকে দ্রুত ঢামেক নিয়ে আসি।’

খোঁজ নিয়ে জানা যায়, শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন আছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, নবজাতকটি ভালো আছে। তাকে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। কেন এমন হয়েছে সেটি তদন্তে বেরিয়ে আসবে।

বাংলাদেশ জার্নাল/এসএস/আর

  • সর্বশেষ
  • পঠিত