ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

অভিযোগের পাহাড়, বরখাস্ত হলেন সেই শিক্ষক

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১২:০৫

অভিযোগের পাহাড়, বরখাস্ত হলেন সেই শিক্ষক
প্রতীকী ছবি

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশৌলপুর কে পি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সদর উপজেলার সিঙ্গাশৌলপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকা কালে স্বপন কুমার বিশ্বাস সরকারি বই বিক্রি করে ৪০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অপরদিকে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে উপার্জিত ৪১ লাখ ৭৮ হাজার ২৩৮ টাকার সঠিক হিসাব দিতে তিনি ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের কর্মরত কোষাধ্যক্ষের কাছে থেকে হিসাবের (টালি) খাতা নিয়ে যান। তার কাছে ওই খাতা বারবার ফেরত চাওয়ার পরও ফেরত না দেয়া, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উত্থাপিত হয়। অপরদিকে প্রধান শিক্ষককে কাজে সহায়তা না করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুজ্জামান জানান, ‘তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই কর্মস্থল থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস জানান, ‘আমি কোনো চিঠি হাতে পাইনি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোড়ল আবুল হোসেন জানান, ‘স্বপন কুমার বিশ্বাসের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমি বরখাস্তকৃত চিঠি তার কাছে দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি। তাই ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত