ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ভাতা বৃদ্ধিসহ ১০ দাবিতে সড়কে ডাকের কর্মচারীরা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১৮:২৯

ভাতা বৃদ্ধিসহ ১০ দাবিতে সড়কে ডাকের কর্মচারীরা

ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সম্মানী ভাতা ৩ গুণ বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়ন জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আর্শেদুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা বেগম, মো. মোস্তফা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে একজন পোস্ট মাষ্টারের মাসিক সম্মানী ভাতা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা। যা দিয়ে সংসার চালানো দুরূহ ব্যাপার।

বক্তারা এ সময় ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সম্মানী ভাতা ৩ গুণ বৃদ্ধিসহ ১০ দফা দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত