ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

এসআই আকবরকে পালাতে সহায়তা করায় এসআই হাসান বরখাস্ত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১৭:৫৯  
আপডেট :
 ২১ অক্টোবর ২০২০, ১৮:৪৪

রায়হান হত্যা: বন্দরবাজার ফাঁড়ির আরেক এসআই বরখাস্ত

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান উদ্দিন হত্যার ঘটনায় এবার ফাঁড়ির টু আইসি এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রায়হান হত্যার মূল অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালিয়ে যেতে সহায়তা করা ও তথ্য গোপনের অপরাধে হাসানকে বরখাস্ত করা হয়।

বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

এদিকে, এর আগে রায়হান হত্যার ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয় আরো তিন পুলিশ সদস্যকে।

পূর্বে সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন, বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।

এছাড়া প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

অন্যদিকে পূর্বে সাময়িক বরখাস্ত টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত