ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৫

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৭:১১

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৫

ভোলার মনপুরায় ছাগলে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে ছাগল মালিক ও ধান ক্ষেতের চাষির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের পাঁচজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের পশ্চিম পাশে ধান ক্ষেতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত হাসপাতালে ভর্তি ৫ জন হলেন, ছাগলের মালিক মফিজা খাতুন (৬৫), ছেলে মুসলিম ও পুত্রবধূ হাসিনা, অপরদিকে ক্ষেতের চাষি নয়ন মহাজন (৩৫), ভাই কামাল মহাজন (৪০)। এদের সবাই উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ছাগলের মালিক মফিজা খাতুন ছাগল নিয়ে নয়ন মহাজনের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ছাগল ক্ষেতের ধান খায়। এ নিয়ে ওই দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে নয়ন মহাজন ছাগলের মালিক বৃদ্ধ মফিজা খাতুনকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে ওই ছাগল মালিকের ছেলে ও পুত্রবধূ এসে নয়ন মহাজনের উপর হামলা চালায়। পরে ধানক্ষেতের মালিক নয়ন মহাজনের ভাই কামাল মহাজনও এসে ছাগল মালিকের উপর হামলা চালায়। এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ব্যাপারে মনপুরা হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগে করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত