ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

পাটগ্রামে আলেম সমাজের সঙ্গে বৈঠকে প্রশাসন

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ১২:২৭

পাটগ্রামে আলেম সমাজের সঙ্গে বৈঠকে প্রশাসন

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে কোরআন শরীফ অবমাননার কথিত অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে আলেম সমাজের সঙ্গে বৈঠকে বসেছেন প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের শহীদ আফজাল হলরুমে এ বৈঠক শুরু হয়। বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত উপস্থিত আছেন।

বৈঠকে ওই উপজেলার ইমাম মোয়াজ্জেমসহ ৫ শতাধিন আলেম উপস্থিত আছেন।

উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর কেন্দ্রীয় মসজিদে কোরআন শরীফ অবমাননার অভিযোগে তুলে বৃহস্পতিবার এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছেন বিক্ষুপ্ত জনতা। পরে ওই লাশ পুড়িয়ে ফেলেছে বিক্ষুপ্ত জনতা।

নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।

> লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগ

> ধর্ষণের পর পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল আলজেরিয়া

> লালমনিরহাটের ঘটনায় একাধিক মামলা হচ্ছে

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত