প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ০০:২৭
রাজধানীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুন
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের এক ডজনের বেশি ইউনিট কাজ করছে।
সোমবার রাত পৌনে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কান্ট্রোল রুম থেকে ফারদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়।
তবে আগুনের গতিবেগ বেশি হওয়ায় পরে আরও চারটি ইউনিট যোগ করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট পাঠালে তারা কাজ শুরু করে।
বাংলাদেশ জার্নাল/আর