প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, ০৮:৫৬
মশা মারার তেল বেচে চাকরিচ্যুত ‘মশক সুপারভাইজার’
মশক নিধনে ফগার স্প্রে মেশিন চালাতে ব্যবহৃত জ্বালানি তেল বিক্রি করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক মশক সুপারভাইজারকে চাকরিচ্যুত করা হয়েছে। এই কর্মকতার নাম মো. রফিকুল ইসলাম। তিনি ডিএসসিসির অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।
|আরো খবর
ডিএসসিসির আওতাধীন ওই এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এই পদে দৈনিক মজুরিভিত্তিতে ‘দক্ষ শ্রমিক’ হিসেবে গত ১৩ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই চাকরিচ্যুতির আদেশ জারি করা হলো’।
বাংলাদেশ জার্নাল/এনএইচ