প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ২০:৩৫
কাফরুলে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার
রাজধানীর কাফরুলে এক নারীর মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বাইশটা টেকি ইমামনগরের একটি ভবনের সাত তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
|আরো খবর
নিহত সীমা বেগম (৩৩) স্বামী শাহজাহান ও সৎ ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার আসম মাহতাব। এসময় ওই ঘটনায় স্বামী ও সৎ ছেলেসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নিহতের শরীরে পোড়া জখম ছাড়াও জখমের চিহ্ন রয়েছে। সেটা ধারালো কোনো অস্ত্রের আঘাত কিনা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ এমএম