ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পদ্মাসেতুর ডিজাইনে কোনো সমস্যা নেই

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:১৬

পদ্মাসেতুর ডিজাইনে কোনো সমস্যা নেই

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মাসেতু তৈরি করা ছিলো আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আমরা বিজয়ী হয়েছি।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, পদ্মাসেতুর ডিজাইনে কোনো সমস্যা নেই। সেতুতে ওঠার সময় যে প্রয়োজনীয়তা ধরে আমরা কাজ করছিলাম সেটা কিছুটা সংশোধন হয়েছে। আমরা সমন্বয় করে নিচ্ছি।

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোকিটার রেলপথ নির্মাণের কাজে ব্যবহৃত স্লিপার তৈরির কারখানা উদ্বোধনকালে রেলমন্ত্রী এসব কথা বলেন।

বুধবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রেল ষ্টেশন এলাকায় স্থাপিত কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, আমরা এখন চেষ্টা করছি অন্তত ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেলপথ চালুর।

কারখানা উদ্বোধনকালে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরপি প্রকল্প পরিচালক ফকরুদ্দিন আহমেদ চৌধুরী, সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত