প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫১
ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ
দিনাজপুর ফুলবাড়িতে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা চত্বরে আলাদীপুর ইউপি মো. আব্দুস ছাত্তার ও খয়েরবাড়ি ইউপি মোছা. হামিদা বেগম নামে দুইজন ভিক্ষুকের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এই ছাগল ভিক্ষুকদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,খয়েরবাড়ি ইউপি চেয়ারম্যান আবু তাহের, বেতদিঘি ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুষ, ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এনকে