প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:০৪
রায়পুরে কোডেক পিআরইডিএফ প্রকল্পের সভা
লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার দুপুরে উত্তর চরবংশী ইউনিয়নের হলরুমে কোডেক পিআরইডিএফ প্রকল্প কর্তৃক আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, প্রকল্পের সমন্বয়কারী মোরশেদা বেগম, ট্রেনিং ও ডকোমেন্টশান অফিসার দেব দুলাল হাওলাদার, সাংবাদিক দেলোয়ার মৃধা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার মো. হানিফ। এছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোস্তফা খন্দকার, ইউপি সদস্য হেলাল উদ্দিন বাচ্চু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মসিউর রহমান ব্র্যাক ম্যানেজার নাজমুল হোসেন মজুমদার, সমন্বয় পরিষদ সভাপতি শাহজালাল সিকদার, ওসমান গাজী, জেলে সদস্য এফরান আসামি, বশির তালুকদার, আবদুল আলী, রহিমা বেগম, হাসি বেগম ও শাহজালাল মিঝি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, জেলেদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা এ্যালায়েন্স বডি গঠন করা হয় এবং বক্তারা জেলেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও সমাধানের সুপারিশ করেন।
বাংলাদেশ জার্নাল/এনকে