ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:০৬

কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনারের কুঠিবাড়ি পরিদর্শন। ছবি: নিজস্ব

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি প্রাঙ্গণে ভারতীয় অর্থায়নে নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

শুক্রবার দুপুরে তিনি কুঠিবাড়ি প্রাঙ্গণে নির্মাণাধীন মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া ও অতিথিদের জন্য বিশ্রামাগারসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।

পর্যবেক্ষণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুরেরস্মৃতি বিজড়িত কুঠিবাড়ি ঘুরে দেখেন তিনি। এছড়াও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত