ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শোয়েবের বুকে ‘পদ্মা জয়ের’ আনন্দ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২০, ১৬:১৭

শোয়েবের বুকে ‘পদ্মা জয়ের’ আনন্দ
ছবি: সংগৃহীত

দুই হাতে লাল-সবুজের পতাকা। নদীর বুকে নৌকায় দাঁড়িয়ে এক তরুণ। গায়ে বেঙ্গল টাইগারের মতো দেখতে ডোরাকাটা জামা। তার গলায় ছিলো, ‘শাবাশ বাংলাদেশ! বিজয় বাংলাদেশ!’

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুতে শেষ স্পেন বসানোর মুহূর্তটি স্বচক্ষে দেখতে এসেছিলেন এই তরুণ। নাম তার শোয়েব আলী বোখারি (৩২)। পেশায় মোটর মেকানিক। থাকেন রাজধানীর বাড্ডায়। গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিপুর গ্রামে। ২০০৮ সালে পদ্মার ভাঙনে বসতবাড়ি বিলীন হলে তার পরিবার ঢাকায় আশ্রয় নেয়। তিনি উবারচালকও।

শোয়েব খেলাপাগল মানুষ। কোনো খেলার আয়োজন হলেই তিনি মাঠে ছুটে যান বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে। মাঠের মানুষ তাকে ‘টাইগার শোয়েব’ নামেও ডাকে। কারণ, বাংলাদেশের খেলা হলেই শোয়েব বেঙ্গল টাইগারের সাজে নিজেকে সাজান।

দেশের জাতীয় পতাকা বুকে ধারণ করে বৃহস্পতিবার এসেছিলেন পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো দেখতে। ছোট একটি নৌকায় চড়ে ১২ ও ১৩ নম্বর পিলারের কাছে অবস্থান নিয়েছিলেন।

শোয়েব আলী বলেন, আমি যখন জাতীয় পতাকা নিয়ে মাঠে যাই, তখন হারজিতের শঙ্কা থাকে। কিন্তু আজ শুধুই বিজয়। পদ্মাপারের মানুষ আমরা। পদ্মা আমাদের নিঃস্ব করেছে। জীবন-জীবিকা হারিয়ে উদ্বাস্তু হয়ে বাঁচতে হচ্ছে। সেই পদ্মার বুকে স্বপ্ন দাঁড়িয়ে যাওয়ার এ এক অন্য রকম আনন্দ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত