ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

মুকসুদপুর উপনির্বাচনে বাবুল মোল্যা জয়ী

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২০, ২০:২৩  
আপডেট :
 ১০ ডিসেম্বর ২০২০, ২০:৪৫

মুকসুদপুর উপনির্বাচনে বাবুল মোল্যা জয়ী
মুকসুদপুর উপনির্বাচনে জয়ী বাবুল মোল্যা

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বাবুল মোল্যা উট পাখি প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপনির্বাচনে বিজয় বাবুল মোল্যা ১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান মিন্টু পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৬’শ ৪৭ ভোট।

উপনির্বাচনে কাউন্সিলর পদে বাবুল মোল্যা বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ লে. কর্নেল (অব.) ফারুক খান। এছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। শীত আর কুয়াশা পড়ায় ভোট কেন্দ্রগুলো ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। মোট ২ হাজার ১’শ ৭৬ ভোটারের মধ্যে ১ হাজার ৬’শ ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০ ভোট নষ্ট হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই এই ওয়ার্ডের কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে পদটি শূন্য হয়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত