ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

চাঁদার দাবিতে রোহিঙ্গা শিবিরের ত্রাণ কর্মকর্তাকে অপহরণ

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২০, ১০:০০  
আপডেট :
 ২৪ ডিসেম্বর ২০২০, ১১:৫৬

রোহিঙ্গা শিবিরের ত্রাণ কর্মকর্তাকে অপহরণ
ছবি: সংগ্রহ

দুই কোটি টাকা চাঁদার দাবিতে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের নিয়োজিত এক ত্রাণ কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে রোহিঙ্গা অপহরণকারীর বিরুদ্ধে।

বুধবার বিকাল ৩টার দিকে তাকে অপহরণ করা হয় বলে জানান কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।

তিনি বলেন, উখিয়ায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মোহাম্মদ হোসেন (৩৬) নামে এই স্বেচ্ছাসেবককে অজ্ঞাতপরিচয় রোহিঙ্গা অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারীরা হোসেনের স্বজনদের কাছে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।

জানা গেছে, হোসেন উখিয়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ করছিলেন।

হোসেনকে উদ্ধারে তারা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন বলে জানান এসপি হেমায়েতুর।

আরও পড়ুন- প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ সদস্য আটক

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত