ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

আশুলিয়ায় ডিবি পরিচয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ২৩:৩৪

আশুলিয়ায় ডিবি পরিচয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ছবি প্রতীকী

ঢাকার আশুলিয়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার বেলা ১২টার দিকে আশুলিয়ার গণকবাড়ী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মো. মোশারফ হোসেন ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হেলাল উদ্দিন। মোশারফ রাজধানীর লালবাগ এলাকায় থেকে পুরনো প্লাস্টিকের ব্যবসা করেন। হেলাল আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে একই ব্যবসা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে মোশারফ ও হেলাল ইসলামী ব্যাংকের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) শাখা থেকে ৫ লাখ ৬৮ হাজার টাকা তুলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় গণকবাড়ি এলাকায় ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন এসে তাদের গতিরোধ করে। ওই ব্যক্তিরা ডিবির সদস্য পরিচয় দিয়ে তাদের গাড়িতে তুলে গাজীপুরের চন্দ্রার দিকে যান। পথে গাড়ির ভেতর তাদের চোখ-মুখ বেঁধে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাদের চন্দ্রা এলাকায় ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ওই ঘটনায় রাতে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন- দিহানের ডিএনএ পরীক্ষার নির্দেশ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত