প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:১১
নড়াইল হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপ্রু ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
|আরো খবর
বৃহস্পতিবার ভোরের দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে মাহাবু রহমান জানান, গত ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন নড়াইলে যাচ্ছিলেন। আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া গ্রামে পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮/১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
বাংলাদেশ জার্নাল/এসকে