প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১৭:৩৭
দিনাজপুরে গলা ও জিহ্বা কাটা লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে হেলাল সরকার (৫৫) নামক এক ব্যক্তির গলা ও জিহ্বা কাটা লাশ উদ্ধার করেছে পুুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় পলাশবাড়ি ইউনিয়নের এরশাদনগর এলাকার শালবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হেলাল দড়গাপাড়া এলাকার মৃত সাহান সর্দারের ছেলে।
নিহতের পরিবার জানায়, হেলাল সরকার প্রতিদিন ফজরের নামাজ আদার করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। আবার নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসেন। কিন্তু আজ অনেক বেলা হওয়ার পরও তিনি বাড়ি ফিরে আসছিলেন না।
এ সময় আশপাশের আত্মীয় ও প্রতিবেশীর বাড়িতে খোঁজ-খবর নেয়া হয়। কোথাও তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে প্রতিবেশীর মাধ্যমে বনের মধ্য একটি লাশ পড়ে আছে বলে খবর পাওয়া যায়। সেখানে গিয়ে রক্তমাখা লাশটি হেলাল সরকারের বলে শনাক্ত করে স্বজনরা।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি দুঃখজনক। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সুরতহাল রির্পোট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ জার্নাল/এসকে