ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

তাদের কোমরে মিললো প্রায় দুই লাখ ইউএস ডলার

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৮:২৯

তাদের কোমরে মিললো প্রায় দুই লাখ ইউএস ডলার

যশোরের হামিদপুর এলাকা থেকে এক লাখ নব্বই হাজার ইউএস ডলারসহ ৪ জনকে আটক করেছে ৪৯ বিজিবি’র যশোর ব্যাটালিয়নের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাদের আটক ও ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্যমান ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের মো. সলেমানের ছেলে মিঠু মন্ডল (২৭), ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৩), সদর উপজেলার ললিতাদাহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত (৪০) এবং নওদা গ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর (২০)।

বিকেলের দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি'র যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা।

তিনি জানান, বিপুল পরিমাণ ইউএস ডলার পাচারের লক্ষ্যে চার পাচারকারী বেনাপোল থেকে লোকাল বাসে যশোরের হামিদপুর এলাকায় নেমে ঢাকাগামী বাসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলো। খবর পেয়ে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অপারেশন চালানো হয়। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তবে বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়।

তাদের তল্লাশি করে কোমরে বিশেষভাবে রাখা ১৯ বান্ডেলের প্রতিটিতে ১০ হাজার করে মোট এক লাখ নব্বই হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত