প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ০৪:০৯
ঘরে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
|আরো খবর
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার জাহাঙ্গীর গ্রামে বৃদ্ধার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সাফিয়ার স্বামী শাহ্জালাল ভূঁইয়া জুমার নামাজ পড়তে মসজিদে যান। এসময় অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত সাফিয়ার ঘরে ঢুকে তার গলায়, পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গলার ও কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
একপর্যায়ে সাফিয়ার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের বলেন, মাদকাসক্ত কিংবা ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি অন্যকোন খাতে প্রবাহিত করার জন্য স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- বৃদ্ধাকে নির্যাতনের মামলায় স্বামীসহ রিমান্ডে গৃহকর্মী রেখা
বাংলাদেশ জার্নাল/আর